ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে

শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত -কপোতাক্ষ

জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ (সোমবার) বিকেলে সদর উপজেলার বলারামপুর গ্রামে নিহত তারেক রহমান ও পাশ্ববর্তী শাখারিগাতি গ্রামের সিফাত ফেরদৌসের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঈদ সামগ্রি তুলে দেওয়া হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে নিয়ে উপহার সামগ্রি তুলেন দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার কার্ডও প্রদান করেন।

তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রি পেয়ে নিহতের পরিবাররা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি। এসময় নিহতের পরিবারের পাশে সবসময় বিএনপি নেতাকর্মীরা থাকবে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শাখারিগাতি গ্রামের শহীদ সিফাত ফেরদৌসের মা শামসুর নাহার ঈদের আগে তারেক রহমান তাদের কথা স্মরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ পরিবারগুলো নানা সমস্যার মধ্যে আছে। তাদের এসব সমস্যাগুলো পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তারেক রহমানের প্রতি সে আবেদন করেন। আন্দোলনে যারা তার সন্তানকে পুড়িয়ে মেরেছে; তাদের বিচারের দাবি জানান।

সংশ্লিষ্ঠরা জানান, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬ জন আর নড়াইলে ৩ জনসহ ২৯ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রি পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ

আপডেট সময় : ০৩:৩৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

জুলাই-আগস্ট-২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে যশোরের দুই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। আজ (সোমবার) বিকেলে সদর উপজেলার বলারামপুর গ্রামে নিহত তারেক রহমান ও পাশ্ববর্তী শাখারিগাতি গ্রামের সিফাত ফেরদৌসের বাড়িতে গিয়ে স্বজনদের কাছে ঈদ সামগ্রি তুলে দেওয়া হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে নিয়ে উপহার সামগ্রি তুলেন দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তার কার্ডও প্রদান করেন।

তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রি পেয়ে নিহতের পরিবাররা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের কথা কখনোই ভোলা যাবে না। তাদের এই আত্মত্যাগের কোনো প্রতিদান হয় না। সে কারণে বিভিন্ন উপলক্ষে আমরা তাদের এই আত্মত্যাগের কথা সম্মানের সাথে স্মরণ করি। এসময় নিহতের পরিবারের পাশে সবসময় বিএনপি নেতাকর্মীরা থাকবে এমন প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় ফাউন্ডেশনের যশোর-নড়াইলের সমন্বয়ক ডা. আলাউদ্দীন আল মামুন, ফাউন্ডেশনের সদস্য ডা. নাসিম জামান রিফাদ, ডা. এ এস গাজী শরীফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শাখারিগাতি গ্রামের শহীদ সিফাত ফেরদৌসের মা শামসুর নাহার ঈদের আগে তারেক রহমান তাদের কথা স্মরণ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শহীদ পরিবারগুলো নানা সমস্যার মধ্যে আছে। তাদের এসব সমস্যাগুলো পরবর্তীতে যাতে সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তারেক রহমানের প্রতি সে আবেদন করেন। আন্দোলনে যারা তার সন্তানকে পুড়িয়ে মেরেছে; তাদের বিচারের দাবি জানান।

সংশ্লিষ্ঠরা জানান, জুলাই বিপ্লবে শহীদ যশোরের ২৬ জন আর নড়াইলে ৩ জনসহ ২৯ জনের স্বজনদের জন্য ঈদ উপহার সামগ্রি পাঠিয়েছেন তারেক রহমান। শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার বিতরণ শুরু হয়েছে। আগামী ২-৩ দিনের মধ্যেই সব উপহার পৌঁছে দেওয়া হবে।