ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার দিনগত রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার তরিকুল ইসলাম (২৭) যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কর্মের সুবাদে তিনি ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির জিশানের বাড়িতে ভাড়া থাকেন ও এয়ারপোর্টে টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি হিসাবে কাজ করেন। ট্রিপল নাইনে ফোন পেয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে।

তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে আসামি তরিকুলকে কোতোয়ালী থানায় নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, একই বাড়ির মালিকের অপর ভাড়াটিয়ার চার বছরের মেয়েকে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তরিকুল কাজ শেষে বাসায় ফিরে শিশুকে নিজ মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন কালোনির আশেপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসী ট্রিপল নাইনে ফোন দিয়ে খবর দেন। কোতোয়ালী পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে। উত্তেজিত জনগণ আসামিকে গণপিটুনি দেওয়ার সময় ঠেকাতে গিয়ে এসআই সাইফুলও আহত হন। পরবর্তীতে আসামিসহ তিনি যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।

হাসপাতালে আহত তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে শিশুটির নানী স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপরে হামলা চালায় । তিনি দাবি করেন, আগের দিন শুক্রবার দুপুরে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও দেখছিলেন। তখন শিশুটি তার কাছে গেলে তিনি রুম থেকে বের করে দেন। এই ঘটনায় প্রতিশোধ নিতে শিশুটির নানী ধর্ষণের অভিযোগ তুলে সন্ত্রাসীদের দিয়ে তাকে মারপিট করিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ জরুরি বিভাগ আনলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এই ঘটনায় এসআই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি

আপডেট সময় : ০২:০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার দিনগত রাতে যশোর সদর উপজেলার ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনিতে এ ঘটনা ঘটে। গণপিটুনির শিকার তরিকুল ইসলাম (২৭) যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের ফাজেল আলীর ছেলে। কর্মের সুবাদে তিনি ভেকুটিয়া এয়ারপোর্ট কলোনির জিশানের বাড়িতে ভাড়া থাকেন ও এয়ারপোর্টে টেকআপ রেস্টুরেন্টের বাবুর্চি হিসাবে কাজ করেন। ট্রিপল নাইনে ফোন পেয়ে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে।

তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এদিকে আসামি তরিকুলকে কোতোয়ালী থানায় নিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা থানা ঘেরাও করেন।

যশোর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম জানান, একই বাড়ির মালিকের অপর ভাড়াটিয়ার চার বছরের মেয়েকে শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তরিকুল কাজ শেষে বাসায় ফিরে শিশুকে নিজ মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। তখন কালোনির আশেপাশের লোকজন টের পেয়ে তরিকুলকে হাতেনাতে ধরে গণধোলাই দেয়। ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে গ্রামবাসী ট্রিপল নাইনে ফোন দিয়ে খবর দেন। কোতোয়ালী পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তরিকুলকে আটক করে। উত্তেজিত জনগণ আসামিকে গণপিটুনি দেওয়ার সময় ঠেকাতে গিয়ে এসআই সাইফুলও আহত হন। পরবর্তীতে আসামিসহ তিনি যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেন।

হাসপাতালে আহত তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, শনিবার রাতে কাজ শেষ করে বাড়িতে ফিরলে শিশুটির নানী স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে তার ওপরে হামলা চালায় । তিনি দাবি করেন, আগের দিন শুক্রবার দুপুরে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও দেখছিলেন। তখন শিশুটি তার কাছে গেলে তিনি রুম থেকে বের করে দেন। এই ঘটনায় প্রতিশোধ নিতে শিশুটির নানী ধর্ষণের অভিযোগ তুলে সন্ত্রাসীদের দিয়ে তাকে মারপিট করিয়েছেন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার বজলুর রশিদ টুলু জানিয়েছেন, অভিযুক্তকে পুলিশ জরুরি বিভাগ আনলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। এই ঘটনায় এসআই সাইফুলকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।