ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২১ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু ও তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল (১৯) আহত হয়েছেন। শনিবার গভীররাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কার আলী শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের পল্লী মঙ্গল আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে বেপরোগতির এপাচি ৪ভি মোটরাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলর চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন, ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিয়ার রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

আপডেট সময় : ০১:৫৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যশোরের অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু ও তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল (১৯) আহত হয়েছেন। শনিবার গভীররাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ী-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত আবু বক্কার আলী শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের পল্লী মঙ্গল আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১০টার দিকে বেপরোগতির এপাচি ৪ভি মোটরাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলর চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন, ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিয়ার রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত অপরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।