গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ

- আপডেট সময় : ০১:৪০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইল হামলার প্রতিবাদে ও নতুন করে নৃশংস হত্যাযজ্ঞে তীব্র ঘৃণা জানিয়েছেন যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
আজ (শনিবার) প্রেসক্লাব যশোরের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।
জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংস্কৃতিক জোটের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্নু, বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মোড়ল মার্কিন সাম্রজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারীসহ সাধারন মানুষকে হত্য করা হচ্ছে সেখানে জাতিসংঘসহ বিশ্ব বিবেক নিরব। গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে বোমামেরে নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে। সেখানে জাতিসংঘ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর এ নৃশংসতা দেখতে চাই না। বাংলাদেশের সরকারের কাছে দাবি, তারা যেন অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয়।