যশোরের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিব আটক

- আপডেট সময় : ০৪:২২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে একটি টিম বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করে। কাজী রাকিব ওরফে ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা জানান, ভাইপো রাকিব যশোরের চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক, চাঁদাবাজিসহ ২৪টি মামলা রয়েছে। তারমধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে রাকিব। যখনই যার সাপোর্ট পেতেন তার হয়েই অপরাধসহ নানা কর্মকান্ড নিয়ন্ত্রণ করতেন। রাকিবকে এর আগে একাধিকবার পুলিশ আটক করেছে। জামিনে বের হয়ে ফের একই অপকর্মে জড়িয়ে পড়েন তিনি।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হন। তাকে ঢাকাতে নেয়া হয়। যশোরে ফিরে তিনি ফের অপকর্মে জড়িয়ে পড়েন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি রাতে শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদকব্যবসা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে হামলার শিকার হন।
শীর্ষ সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেপ্তারের খবর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে তারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে এর সত্যতা সম্পর্কে খোঁজখবর নেন। স্বস্তি ফিরে পান এলাকার লোকজন।