ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ যশোরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোরের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিব আটক যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আত্মসাতকৃত তিন হাজার বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার, গ্রেফতার তিন

অভয়নগরে কুমড়াখেতে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়াখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমনে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কীটনাশক প্রয়োগেও ভালো ফল পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। আর সাদা মাছিপোকা ও ফল ছিদ্রকারী পোকায় আক্রান্ত হলে কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।

অভয়নগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২৫ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে বীজ বপণের মধ্যদিয়ে এর শুরু করা হয়। তবে মিষ্টিকুমড়ার ক্ষেত্রে সাদা মাছিপোকা ও ফল ছিদ্রকারী পোকা সব থেকে ক্ষতিকর। আক্রান্ত হলে গাছের পাতার রঙ হলদে হতে শুরু করে। পাতা আকারে ছোট ও কচিপাতা সরু হয়ে কুঁচকে খসখসে হয়ে যায়। কুমড়ায় ছোট ছোট ছিদ্র দেখা যায়। একসময় ফলে পচন ধরে তা নষ্ট হয়ে যায়।

নওয়াপাড়া পৌর এলাকার গুয়াখোলা গ্রামের সুব্রত রায় বলেন, মাটিতে বীজ বপন করেছিলাম। মাচায় থাকা গাছের ফল খুব ভালো হয়েছে। কিন্তু মাটিতে থাকা ২-৩ কেজি ওজনের মিষ্টিকুমড়া নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে। কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পরে বিচালি দেওয়া শুরু করেছি।

চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের কামরুল ইসলাম বলেন, প্রায় একবিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। ভালো ফলও হয়েছে। সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে খেতে। মিষ্টিকুমড়ায় পচন ধরেছে। যে কারণে বিক্রি করতে পারছিনা। চেঙ্গুটিয়া গ্রামের অর্জুন, সফিকুল, ইমরান বিশ্বাসসহ অনেক চাষি তাদের কুমড়াখেত নিয়ে একই অভিযোগ করেন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘মিষ্টিকুমড়া খেতে পোকার আক্রমণ দেখা দিলে চাষিকে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। অথবা মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ডেকে আক্রান্ত খেত ও মিষ্টিকুমড়া দেখাতে হবে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোনো চাষি আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে অবশ্যই সুপরামর্শ ও সহযোগিতা করা হবে।’

চাষিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাটিতে থাকা ফলের নিচে বিচালি (খড়) দেওয়া অথবা ১০ শতাংশে ৩টি সেক্সফেরোমেন ফাঁদ স্থাপন করা যেতে পারে। এছাড়া বায়োক্লিন (জৈব বালাইনাশক) স্প্রেও করা যেতে পারে। লাউ চাষিদের ক্ষেত্রে একই পরামর্শ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অভয়নগরে কুমড়াখেতে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

আপডেট সময় : ০২:০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে মিষ্টি কুমড়াখেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে। পোকার আক্রমনে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। কীটনাশক প্রয়োগেও ভালো ফল পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। আর সাদা মাছিপোকা ও ফল ছিদ্রকারী পোকায় আক্রান্ত হলে কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ গ্রহণের আহ্বান জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন।

অভয়নগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ২৫ হেক্টর জমিতে মিষ্টিকুমড়া চাষ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে বীজ বপণের মধ্যদিয়ে এর শুরু করা হয়। তবে মিষ্টিকুমড়ার ক্ষেত্রে সাদা মাছিপোকা ও ফল ছিদ্রকারী পোকা সব থেকে ক্ষতিকর। আক্রান্ত হলে গাছের পাতার রঙ হলদে হতে শুরু করে। পাতা আকারে ছোট ও কচিপাতা সরু হয়ে কুঁচকে খসখসে হয়ে যায়। কুমড়ায় ছোট ছোট ছিদ্র দেখা যায়। একসময় ফলে পচন ধরে তা নষ্ট হয়ে যায়।

নওয়াপাড়া পৌর এলাকার গুয়াখোলা গ্রামের সুব্রত রায় বলেন, মাটিতে বীজ বপন করেছিলাম। মাচায় থাকা গাছের ফল খুব ভালো হয়েছে। কিন্তু মাটিতে থাকা ২-৩ কেজি ওজনের মিষ্টিকুমড়া নষ্ট হয়ে শুকিয়ে যাচ্ছে। কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। পরে বিচালি দেওয়া শুরু করেছি।

চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের কামরুল ইসলাম বলেন, প্রায় একবিঘা জমিতে মিষ্টিকুমড়া চাষ করেছি। ভালো ফলও হয়েছে। সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে খেতে। মিষ্টিকুমড়ায় পচন ধরেছে। যে কারণে বিক্রি করতে পারছিনা। চেঙ্গুটিয়া গ্রামের অর্জুন, সফিকুল, ইমরান বিশ্বাসসহ অনেক চাষি তাদের কুমড়াখেত নিয়ে একই অভিযোগ করেন। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন তারা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ‘মিষ্টিকুমড়া খেতে পোকার আক্রমণ দেখা দিলে চাষিকে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। অথবা মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ডেকে আক্রান্ত খেত ও মিষ্টিকুমড়া দেখাতে হবে। তবে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত কোনো চাষি আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেনি। যোগাযোগ করলে অবশ্যই সুপরামর্শ ও সহযোগিতা করা হবে।’

চাষিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, মাটিতে থাকা ফলের নিচে বিচালি (খড়) দেওয়া অথবা ১০ শতাংশে ৩টি সেক্সফেরোমেন ফাঁদ স্থাপন করা যেতে পারে। এছাড়া বায়োক্লিন (জৈব বালাইনাশক) স্প্রেও করা যেতে পারে। লাউ চাষিদের ক্ষেত্রে একই পরামর্শ দেন তিনি।