ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ যশোরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোরের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিব আটক যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আত্মসাতকৃত তিন হাজার বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার, গ্রেফতার তিন

অভয়নগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রুকসানা (১০) উপজেলার বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং আরিয়ান হোসেন (দেড় বছর) মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। নানা বাড়ি বেড়াতে এসে শিশু আরিয়ান হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। ভাংচুর এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

আজ (বুধবার) দুপুর ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামে রুকসানা এবং একই দিন বেলা ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান হোসেন তার নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।

রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুপুরে রুকসানা তার কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। একপর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হতো না। চিকিৎসকের কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছি।’

এদিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে বুইকারা এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ভাংচুর ও চিকিৎসককে মারপিটের চেষ্টা চালায়। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হন। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে হাসপাতাল ভাংচুর ও মারপিটের ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতয়েন করেন।

অপরদিকে, আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস বলেন, ‘বেলা ১১টার দিকে আরিয়ান আমাদের বাড়ির পাশে আব্দুল হাকিমের পুকুর পাড়ে খেলা করছিল। কিছু সময় পর আমার স্ত্রীর চিৎকারে জানতে পারি আরিয়ান পুকুরে ভাসছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানা নামে রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের শান্তনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাংচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসি সাহেবর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

অভয়নগরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

যশোরের অভয়নগরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রুকসানা (১০) উপজেলার বুইকারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে এবং আরিয়ান হোসেন (দেড় বছর) মাগুরা জেলার মাগুরা সদর উপজেলার মিঠাপুকুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। নানা বাড়ি বেড়াতে এসে শিশু আরিয়ান হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় রুকসানার মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছেন। ভাংচুর এড়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে।

আজ (বুধবার) দুপুর ৩টার দিকে উপজেলার বুইকারা গ্রামে রুকসানা এবং একই দিন বেলা ১১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামে আরিয়ান হোসেন তার নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।

রুকসানার বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দুপুরে রুকসানা তার কয়েক বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। একপর্যায়ে পুকুরের গভীর অংশে রুকসানা তলিয়ে গেলে সহপাঠীরা আমাদের খবর দেয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রায় ৩০ মিনিট পর জরুরি বিভাগে আসেন এবং রুকসানাকে মৃত বলে ঘোষণা করেন। সঠিক সময় চিকিৎসক উপস্থিত হলে আমার মেয়ের মৃত্যু হতো না। চিকিৎসকের কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিচার দাবি করছি।’

এদিকে রুকসানার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এদিন বিকালে বুইকারা এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে ভাংচুর ও চিকিৎসককে মারপিটের চেষ্টা চালায়। এ সময় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হন। বিক্ষুব্ধ এলাকাবাসীর হাত থেকে হাসপাতাল ভাংচুর ও মারপিটের ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতয়েন করেন।

অপরদিকে, আরিয়ান হোসেনের নানা সেলিম বিশ্বাস বলেন, ‘বেলা ১১টার দিকে আরিয়ান আমাদের বাড়ির পাশে আব্দুল হাকিমের পুকুর পাড়ে খেলা করছিল। কিছু সময় পর আমার স্ত্রীর চিৎকারে জানতে পারি আরিয়ান পুকুরে ভাসছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব বলেন, ‘পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর ঘটনা মর্মান্তিক। চিকিৎসকের অবহেলায় রুকসানা নামে রোগীর মৃত্যু হয়েছে মর্মে অভিযোগ পেয়েছি। জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ‘দুই শিশুর মৃত্যুর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। তাদের শান্তনা দেবার ভাষা আমার নেই। তারপরও সরকারি হাসপাতাল ভাংচুর ও চিকিৎসকদের মারপিট এড়াতে ওসি সাহেবর সহযোগিতায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা হাসপাতালে রয়েছি।’