ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চক্রান্ত শুরু হয়েছে যশোরের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ যশোরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা যশোরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণপিটুনি গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের গাজায় নৃশংস হত্যার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সংগঠনের বিক্ষোভ ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ যশোরের চিহ্নিত সন্ত্রাসী হত্যাসহ ২৪ মামলার আসামি ভাইপো রাকিব আটক যশোরে চাচাতো বোনকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড আত্মসাতকৃত তিন হাজার বস্তা সরকারি ইউরিয়া সার উদ্ধার, গ্রেফতার তিন

পরকীয়া প্রেমিকা ও স্বামীর কাছে অগ্নিদগ্ধ প্রেমিক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে

পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। দগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অর্কিড। আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে।

গত বুধবার (৫ মার্চ) যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদ এলাকায় অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় নিহতের পিতা ওসমান গণি চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিন জনকে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান। তিনি জানান, ‘গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে মারা গেছে। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আমাদের ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমাদের ছেলে হত্যার বিচার চাই।’

লিখিত অভিযোগে জানা গেছে, একমাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের জনক। গত বুধবার (৫ মার্চ) সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এসময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। স্বজনেরা জানান, মৃত্যুর আগে অর্কিড ঘটনার বর্ণনা দিয়ে এই ভিডিওটি করে গেছেন।

যশোর কোতয়ালী মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, ‘নিহতের বাবা চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়ার বিরোধে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে; তদন্ত শেষে মামলা হিসাবে রেকর্ড করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পরকীয়া প্রেমিকা ও স্বামীর কাছে অগ্নিদগ্ধ প্রেমিক, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

পরকীয়ার জেরে ঝিনাইদহের কালীগঞ্জের আহসানুল ইসলাম অর্কিড নামে এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। দগ্ধের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে অর্কিড। আজ (সোমবার) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অর্কিড কালীগঞ্জ উপজেলার কাঁঠালবাগান এলাকার ওসমান গণির ছেলে।

গত বুধবার (৫ মার্চ) যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদ এলাকায় অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় নিহতের পিতা ওসমান গণি চারজনকে আসামি করে যশোর কোতোয়ালি মডেল লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিন জনকে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত অর্কিডের চাচা আমিনুর রহমান। তিনি জানান, ‘গত ৫ দিন ধরে অর্কিড ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে মারা গেছে। সাবেক এমপি আনারের ভাইপো রিংকু, তার স্ত্রী তারিন ও ফয়সাল আমাদের ছেলেকে শেষ করে দিয়েছে। আমি আমাদের ছেলে হত্যার বিচার চাই।’

লিখিত অভিযোগে জানা গেছে, একমাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে অর্কিড। এরপর থেকে অর্কিড ও তারিন পলাতক ছিল। অর্কিডও বিবাহিত ও দুই সন্তানের জনক। গত বুধবার (৫ মার্চ) সকালে যশোর শহরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মীমাংসার কথা বলে অর্কিডকে যশোরে ডাকেন তারিন। এসময় রিংকু ও তারিন অর্কিডকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় অর্কিডের কাছে থাকা তিন লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর অর্কিডের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সাবেক এমপি আনারের ভাইপো মনিরুজ্জামান রিংকু, তারিন খাতুন ও ফয়সাল নামে এই তিনজন শরীরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা অর্কিডের পরিবারের স্বজনদের খবর দিলে তারা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। ভয়ে যশোরের কোনো হাসপাতালে চিকিৎসা না করিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রেফার করা হয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে আহত অর্কিড জানায়, তার শরীরে রিংকু, তারিন ও ফয়সাল পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। স্বজনেরা জানান, মৃত্যুর আগে অর্কিড ঘটনার বর্ণনা দিয়ে এই ভিডিওটি করে গেছেন।

যশোর কোতয়ালী মডেল থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান, ‘নিহতের বাবা চারজনকে আসামি করে অভিযোগ দিয়েছে। প্রাথমিক তদন্তে পরকীয়ার বিরোধে ঘটনাটি ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে; তদন্ত শেষে মামলা হিসাবে রেকর্ড করা হবে।’