যশোরের প্রথম নারী এসপি হলেন রওনক জাহান

- আপডেট সময় : ০৫:১৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২০ বার পড়া হয়েছে
যশোর জেলার প্রথম নারী এসপি হিসাবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে। যদিও এর আগে জিয়াউদ্দিনকে গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের হেডকোয়াটার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে প্রত্যাহার করা হয়েছিল।
জেলা পুলিশের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, রওনক জাহান যশোরের ৫১তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনও এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসাবে কেউ দায়িত্ব পালন করেনি। স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান।
তবে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে পুলিশ সুপার হিসেবে রেশমা শারমীন দায়িত্ব পালন করে আসছেন।
ব্রিটিশ ভারতের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী জেলায় একজন নারী এসপি নিয়োগদানকে সাধুবাদ জানিয়েছে জেলাবাসী। তবে সীমান্তবর্তী বৃহৎ এই জেলার অপরাধপ্রবণ, নানামুখী সমস্যা মোকাবিলার দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং। সরকারের মুখপাত্র হিসেবে দৃঢ়তার সাথে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা সমুন্নত রেখে যশোরবাসীকে অধিকতর নিরাপদে রাখবে বলে মনে করছেন সচেতন মহল।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর ই আলম সিদ্দিকী।
খুব শিগগিরই যশোরের নতুন পুলিশ সুপার রওনক জাহান যোগদান করবেন বলে সূত্র জানায়।