ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ঘুষি মেরে ট্রাফিক পুলিশকে নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে

যশোরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে নাকে ঘুষি মারা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন, যা ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না। তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে; বিশৃঙ্খলা করলে দলে তাদের জায়গা নেই।’

প্রসঙ্গত, যশোর শহরে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যশোর সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে শহরের দড়াটনা হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এ মামলায় শাওন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঘুষি মেরে ট্রাফিক পুলিশকে নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেট সময় : ০১:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

যশোরে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে নাকে ঘুষি মারা সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করেছে ছাত্রদল।

কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন, যা ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এছাড়া, বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না। তিনি বলেন, ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে; বিশৃঙ্খলা করলে দলে তাদের জায়গা নেই।’

প্রসঙ্গত, যশোর শহরে ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যশোর সরকারি সিটি কলেজের ছাত্রদল নেতা শাওন ইসলাম সবুজকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে শহরের দড়াটনা হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে। এ মামলায় শাওন বর্তমানে কারাগারে আটক রয়েছেন।