ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যবিপ্রবিতে ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সেমিনার

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

যবিপ্রবি’র সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ -কপোতাক্ষ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করা, ভবিষ্যতে বিজ্ঞানী হতে অনুপ্রাণিত করাসহ গবেষণার জ্ঞান বৃদ্ধিকরণে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইসিইটিএসডি) শীর্ষক দুইদিনব্যাপি সেমিনার আজ (শনিবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শুরু হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টেকসই উন্নয়ন হলো বৈশ্বিক শ্লোগান। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় টেকসই উন্নয়নের ক্ষেত্র আছে। টেকসই উন্নয়নের মূল কাজ হলো গবেষণা, নতুন নতুন আবিষ্কার ও সমাধান করা। এই সেমিনারের মূল লক্ষ্য নতুন কিছু আবিষ্কার করা। এই প্লাটফর্ম থেকে গবেষণার তথ্য আদান-প্রদান করে নতুন কিছু আবিষ্কার করা, নতুন গবেষক তৈরি করা মূল লক্ষ্য। আমার বিশ্বাস এই সেমিনার থেকে গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণালদ্ধ তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা নতুন কিছু আবিষ্কার দেশ তথা বিশ্বকে দিতে পারবে। যা আমাদের ভবিষ্যত টেকসই উন্নয়ন এবং দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সহায়তা করবে। এ ধরনের সেমিনার বেশি বেশি আয়োজনের মাধ্যমে আমাদের গবেষণা পরিমাণ আরও বাড়বে যার মাধ্যমে দেশ তথা বিশ্বের টেকসই উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।

সেমিনারে প্রথমদিনে ‘ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর উপর গবেষণামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের ড. চাউয়ালিট চারোয়েনপং। শিক্ষার্থীদের সাসটেইনেবল ডেভেলপমেন্টের উপর কেন গুরুত্ব দিতে হবে এবং এই ধরনের গবেষণার চাহিদা বিশ্বে কতটুকু গুরুত্ব বহন করে এ বিষয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সেমিনারের কনভেনর ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।

সেমিনারে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের মূল প্রবন্ধকের অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আনিকা আনজুম। দুইদিনের সেমিনারটি আগামীকাল (রবিবার) শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যবিপ্রবিতে ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট সেমিনার

আপডেট সময় : ০১:৩৪:১১ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী করা, ভবিষ্যতে বিজ্ঞানী হতে অনুপ্রাণিত করাসহ গবেষণার জ্ঞান বৃদ্ধিকরণে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইসিইটিএসডি) শীর্ষক দুইদিনব্যাপি সেমিনার আজ (শনিবার) যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে শুরু হয়েছে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, টেকসই উন্নয়ন হলো বৈশ্বিক শ্লোগান। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় টেকসই উন্নয়নের ক্ষেত্র আছে। টেকসই উন্নয়নের মূল কাজ হলো গবেষণা, নতুন নতুন আবিষ্কার ও সমাধান করা। এই সেমিনারের মূল লক্ষ্য নতুন কিছু আবিষ্কার করা। এই প্লাটফর্ম থেকে গবেষণার তথ্য আদান-প্রদান করে নতুন কিছু আবিষ্কার করা, নতুন গবেষক তৈরি করা মূল লক্ষ্য। আমার বিশ্বাস এই সেমিনার থেকে গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও গবেষণালদ্ধ তথ্য আদান-প্রদানের মাধ্যমে তারা নতুন কিছু আবিষ্কার দেশ তথা বিশ্বকে দিতে পারবে। যা আমাদের ভবিষ্যত টেকসই উন্নয়ন এবং দেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে সহায়তা করবে। এ ধরনের সেমিনার বেশি বেশি আয়োজনের মাধ্যমে আমাদের গবেষণা পরিমাণ আরও বাড়বে যার মাধ্যমে দেশ তথা বিশ্বের টেকসই উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।

সেমিনারে প্রথমদিনে ‘ইমার্জিং টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর উপর গবেষণামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন থাইল্যান্ডের চুলালংকর্ন বিশ্ববিদ্যালয়ের ড. চাউয়ালিট চারোয়েনপং। শিক্ষার্থীদের সাসটেইনেবল ডেভেলপমেন্টের উপর কেন গুরুত্ব দিতে হবে এবং এই ধরনের গবেষণার চাহিদা বিশ্বে কতটুকু গুরুত্ব বহন করে এ বিষয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এ সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, সেমিনারের কনভেনর ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন, সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস।

সেমিনারে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারের মূল প্রবন্ধকের অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান এবং অনুষ্ঠান পরিচালনা করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. তারেকুজ্জামান ও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আনিকা আনজুম। দুইদিনের সেমিনারটি আগামীকাল (রবিবার) শেষ হবে।