লেবুতলা মাঠে কৃষক সমাবেশ
১৬ বছর কৃষকদের বঞ্চিত করে লক্ষ কোটি টাকা লোপাট করেছে আওয়ামী লীগ : অমিত

- আপডেট সময় : ০২:০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত -কপোতাক্ষ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। অথচ গত ১৬ বছর কৃষকদের বঞ্চিত করা হয়েছে। তারা নায্যমূল্যে বীজ, সার, কীটনাশক ও সেচের জন্য বিদ্যুৎ পায়নি। তিনি বলেন, গত ১৬ বছর কৃষক তার উৎপাদিত ফসলের নায্য মূল্য পায়নি, কিন্তু ভোক্তাকে উচ্চম্ল্যূ দিতে হয়েছে। মাঝখান থেকে আওয়ামী লীগের সিন্ডিকেট এ টাকা লুটপাট করেছে। এ নিয়ে শেখ হাসিনার কোনো ভাবনা ছিলো না।
আজ (বুধবার) বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আনোয়ারুল ইসলাম হ্যাপীর সভাপতিত্বে অমিত আরো বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সিন্ডিকেট ভেঙ্গে গেছে, কিন্তু তা হয়নি। অর্ন্তবর্তীকালীন সরকার কাঙ্খিত পরিবর্তন আনতে পারেনি। বিএনপি যদি জনগণের ভোটে সরকার গঠন করতে পারে তাহলে তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী একঝাঁক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগম, কৃষক দলের আহ্বায়ক মকবুল হোসেন, কৃষক জহুরুল ইসলাম, খায়রুল ইসলাম, শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।