ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ভালোবাসায় কমরেড জাকির হোসেন হবিকে চির বিদায় যশোরে গ্রাম আদালতে ১১ মাসে দেড় হাজার মামলা নিষ্পত্তি, ১ কোটি ৯৬ লাখ টাকা অর্থদন্ড আদায় যবিপ্রবিতে সংঘর্ষের পর অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ ব্যতিক্রমী খাদ্যপণ্যের প্রদর্শনী দেখে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করলেন ডিসি আদালতের রায়ের পর ইব্রাহিমের মুক্তি পেতে সময় লাগলো ৮ বছর! সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে! যশোরে সংবর্ধিত হলেন ব্লাইন্ড টি-২০ দল যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫ যশোরে শেখ মুজিবের ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাংচুর যশোরের আলোচিত টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

নিজের স্বর্থের জন্য দলের স্বার্থ বিনষ্ট ও দলকে ক্ষতিগ্রস্থ করলে তাকে দল আর টানবে না

খুলনা অফিস
  • আপডেট সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন -কপোতাক্ষ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে নেতাকর্মী নিজের স্বর্থের জন্য দলের স্বার্থ বিনষ্ট করবে, দলকে ক্ষতিগ্রস্থ করবে, তাকে টানা দলের পক্ষে আর সম্ভব নয়। কেননা দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। সেই আস্থার মূল্য দিতে হবে। জণগণের কথা ভাবতে হবে। জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। কেননা জনগণই সকল ক্ষমতার উৎস। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আজ (মঙ্গলবার) বিকালে তিনি খুলনা প্রেসক্লাবে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। এটা আগে ২৭ দফা ছিল। পরে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি ৩১ দফা করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। এর মধ্য দিয়ে তৈরি হবে একটি শক্তিশালী রাষ্ট্র।

তারেক রহমান আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত ১৫ বছরে দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। বড় বড় অবকাঠামো উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট হয়েছে। এসময় নেতাকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু দলের নয় বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে, তাই দলের প্রতিটি নেতাকর্মীকে সেই ভালোবাসার সঠিক মূল্য দিতে হবে। এসময় তিনি অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, পরিবেশ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে দলের ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেয়ে এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার পাবে। যেখানে ধর্ম-বর্ণ কোনো বিভেদ থাকবে না।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মওদুদ আলমগীর পাভেল, শহীদ মাহমুদ জুয়েল ও জেবুন নেছা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও নগর কমিটির সদস্য সচিব শফিুকুল আলম তুহিন।

কর্মশালায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই উদ্যোগ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

কর্মশালায় খুলনা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ছাড়াও, থানা, উপজেলা ও পৌর এলাকার নেতৃবৃন্দ ও কিছু ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বাগেরহাট ও সাতক্ষীরা বিএনপি আয়োজিত একই কর্মশালায় একই সময়ে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রশিক্ষণ কর্মশালায় তারেক রহমান

নিজের স্বর্থের জন্য দলের স্বার্থ বিনষ্ট ও দলকে ক্ষতিগ্রস্থ করলে তাকে দল আর টানবে না

আপডেট সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে নেতাকর্মী নিজের স্বর্থের জন্য দলের স্বার্থ বিনষ্ট করবে, দলকে ক্ষতিগ্রস্থ করবে, তাকে টানা দলের পক্ষে আর সম্ভব নয়। কেননা দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। সেই আস্থার মূল্য দিতে হবে। জণগণের কথা ভাবতে হবে। জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে। কেননা জনগণই সকল ক্ষমতার উৎস। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। আজ (মঙ্গলবার) বিকালে তিনি খুলনা প্রেসক্লাবে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আধুনিক বাংলাদেশের রূপরেখা। এটা আগে ২৭ দফা ছিল। পরে সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি ৩১ দফা করা হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাক্সক্ষার প্রতিফলন ঘটবে। এর মধ্য দিয়ে তৈরি হবে একটি শক্তিশালী রাষ্ট্র।

তারেক রহমান আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দেশের সকল উন্নয়ন কাঠামো ধ্বংস করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিগত ১৫ বছরে দেশের উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে আছে। বড় বড় অবকাঠামো উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট হয়েছে। এসময় নেতাকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু দলের নয় বিএনপিকে দেশের মানুষ ভালোবাসে, তাই দলের প্রতিটি নেতাকর্মীকে সেই ভালোবাসার সঠিক মূল্য দিতে হবে। এসময় তিনি অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, পরিবেশ, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে দলের ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেয়ে এদেশের প্রতিটি মানুষ সমান অধিকার পাবে। যেখানে ধর্ম-বর্ণ কোনো বিভেদ থাকবে না।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজক বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটি। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ। প্রশিক্ষক হিসেবে ছিলেন ড. মওদুদ আলমগীর পাভেল, শহীদ মাহমুদ জুয়েল ও জেবুন নেছা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও নগর কমিটির সদস্য সচিব শফিুকুল আলম তুহিন।

কর্মশালায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বিষয়ে বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এই উদ্যোগ বিএনপির রাজনৈতিক ও সাংগঠনিক লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দলের নেতাকর্মীরা।

কর্মশালায় খুলনা জেলা ও মহানগরের নেতৃবৃন্দ ছাড়াও, থানা, উপজেলা ও পৌর এলাকার নেতৃবৃন্দ ও কিছু ওয়ার্ডের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বাগেরহাট ও সাতক্ষীরা বিএনপি আয়োজিত একই কর্মশালায় একই সময়ে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।