ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৬ সদস্য আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৬ সদস্যকে আজ (রোববার) যশোর শহরের খালধার রোড এলাকার একটি ফ্লাট থেকে আটক করা হয়েছে। একইসাথে মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিমকেও উদ্ধার করেছে ডিবি পুলিশ। এছাড়া এ কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন : যশোর উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও বেজপাড়া দিঘিরপাড় এলাকার মৃত অশোক কুমার দাসের মেয়ে লক্ষী রানী ওরফে রাবেয়া খাতুন।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়ে। আশিকুরকে তারা অপহরণ করে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করে। আশিকুরের মা সালমা বেগম এ বিষয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দেন। বিষয়টি পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবিকে।

ডিবির এসআই আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রথমে ফাহিমের অবস্থান শনাক্ত করেন। এরপর ডিবির টিম রাত সাড়ে ১২টার দিকে শহরের খালধার রোড আমিনিয়া মাদরাসা এলাকা থেকে আসামি ফাহিমকে আটক করে ও ভিকটিম আশিকুরকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা ‘ফাঁদ পেতে মুক্তিপণ’ আদায়ের বিষয়টি স্বীকার করে। একপর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অন্য পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, মূলত লক্ষী রানী সরদার ওরফে রাবেয়ার সাথে আশিকুরের পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে আশিকুরকে যশোরে আনা হয়। পরে খালধার রোডের ওই ফ্লাটে নিয়ে যান। সেখানে ওৎ পেতে বসে ছিলেন অন্যরা। এরপর তাকে ব্লাকমেইল করে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেয় এই চক্র।

ডিবি ওসি আরও বলেন, এ চক্রের কাজই মেয়েদের দিয়ে ছেলেদের কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেইল করা। তারা ফাঁদ পেতে ছেলেদের ডেকে এনে কৌশলে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। অনেক সময় এ চক্রের সদস্যরা মোটা অংকের টাকাও হাতিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৬ সদস্য আটক

আপডেট সময় : ০৪:০৩:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ ৬ সদস্যকে আজ (রোববার) যশোর শহরের খালধার রোড এলাকার একটি ফ্লাট থেকে আটক করা হয়েছে। একইসাথে মুক্তিপণের দাবিতে আটকে রাখা ভিকটিমকেও উদ্ধার করেছে ডিবি পুলিশ। এছাড়া এ কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন : যশোর উপশহর বি ব্লক এলাকার আব্দুল মজিদের ছেলে ফাহিম হোসেন, বাহাদুরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মেহেদী হাসান রাব্বী, মধুগ্রামের হারুন উর রশিদের ছেলে মারুফ হোসেন, শংকরপুর টার্মিনাল এলাকার শুকুর আলীর ছেলে ছাব্বির হোসেন, বেজপাড়ার মৃত মতিয়ারের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে রোহান ও বেজপাড়া দিঘিরপাড় এলাকার মৃত অশোক কুমার দাসের মেয়ে লক্ষী রানী ওরফে রাবেয়া খাতুন।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, ঝিকরগাছার ফুলবাড়ি গ্রামের আশিকুর রহমান এ চক্রের ফাঁদে পড়ে। আশিকুরকে তারা অপহরণ করে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করে। আশিকুরের মা সালমা বেগম এ বিষয়ে ঝিকরগাছা থানায় অভিযোগ দেন। বিষয়টি পুলিশ সুপারের নির্দেশে তদন্তের দায়িত্ব দেয়া হয় ডিবিকে।

ডিবির এসআই আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহযোগিতায় প্রথমে ফাহিমের অবস্থান শনাক্ত করেন। এরপর ডিবির টিম রাত সাড়ে ১২টার দিকে শহরের খালধার রোড আমিনিয়া মাদরাসা এলাকা থেকে আসামি ফাহিমকে আটক করে ও ভিকটিম আশিকুরকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে তারা ‘ফাঁদ পেতে মুক্তিপণ’ আদায়ের বিষয়টি স্বীকার করে। একপর্যায়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অন্য পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ আরও জানায়, মূলত লক্ষী রানী সরদার ওরফে রাবেয়ার সাথে আশিকুরের পূর্বপরিচয় ছিল। সেই সূত্র ধরে শনিবার দুপুরে আশিকুরকে যশোরে আনা হয়। পরে খালধার রোডের ওই ফ্লাটে নিয়ে যান। সেখানে ওৎ পেতে বসে ছিলেন অন্যরা। এরপর তাকে ব্লাকমেইল করে পাঁচলাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকাও হাতিয়ে নেয় এই চক্র।

ডিবি ওসি আরও বলেন, এ চক্রের কাজই মেয়েদের দিয়ে ছেলেদের কৌশলে ডেকে এনে ব্ল্যাকমেইল করা। তারা ফাঁদ পেতে ছেলেদের ডেকে এনে কৌশলে জিম্মি করে মুক্তিপণ আদায় করে। অনেক সময় এ চক্রের সদস্যরা মোটা অংকের টাকাও হাতিয়ে নেয়।