ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শ্রদ্ধা ভালোবাসায় কমরেড জাকির হোসেন হবিকে চির বিদায় যশোরে গ্রাম আদালতে ১১ মাসে দেড় হাজার মামলা নিষ্পত্তি, ১ কোটি ৯৬ লাখ টাকা অর্থদন্ড আদায় যবিপ্রবিতে সংঘর্ষের পর অনুমতি ছাড়া সভা-সমাবেশ নিষিদ্ধ ব্যতিক্রমী খাদ্যপণ্যের প্রদর্শনী দেখে উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করলেন ডিসি আদালতের রায়ের পর ইব্রাহিমের মুক্তি পেতে সময় লাগলো ৮ বছর! সাইপ্রাসের স্বপ্ন নিয়ে ঘর ছেড়ে যশোরের জাফর এখন ইউক্রেনের রণাঙ্গনে! যশোরে সংবর্ধিত হলেন ব্লাইন্ড টি-২০ দল যবিপ্রবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, প্রক্টরসহ আহত ৫ যশোরে শেখ মুজিবের ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাংচুর যশোরের আলোচিত টিএসআই রফিকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে মতবিনিময় সভায় আমীর খসরু

সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে বিএনপির ছবক নেওয়া লাগবে না

বার্তাকক্ষ
  • আপডেট সময় : ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৩১ বার পড়া হয়েছে


সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে, তার ৯০ শতাংশ বিএনপি বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, এটা বিএনপির সংস্কারের কারণেই। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণের জন্য জিয়াউর রহমান সেটা শুরু করেছিলেন। মুক্ত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজ এখানে এসেছে। আমরা একটি শক্তিশালী অর্থনীতি নির্মাণ করেছিলাম; সেটা অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। কিন্তু বিগত সময়ে লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে ছবক নেওয়া দরকার হবে না। আমরা আমাদের ৩১ দফা শুধু দিইনি; তার আগে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এর মাধ্যমে দেশ সংস্কারের প্রস্তাব তুলে ধরেছিলেন। সেখানে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, দুই কক্ষ বিশিষ্ট সংসদ, সবগুলো দেওয়া হয়েছে ছয় বছর আগে। আর দেড় বছর আগে আমাদের সঙ্গে যুগপৎ আন্দলনে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের মতামতের ভিত্তিতে ৩১ দফা তৈরি করেছি।সকলে মিলেই আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আজ (মঙ্গলবার) দুপুরে যশোর শহরের একটি অভিজাত হোটেলে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তাকে ধারণ করতে হবে। সংস্কারের জন্য আমরা অনেক আগেই জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার করছে, সেটাও নির্বাচিত সরকার জাতীয় সংসদে আলোচনা করবে। আগামী আগামী নির্বাচনে বিএনপি দুইশ’ সিট পেলেও জাতীয় সরকার গঠন করা হবে। অতীতের মতো বাংলাদেশ আর হবে না। তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।

নতুন ভ্যাট ও শুল্কে আরও চাপে পড়বে মানুষ উল্লেখ করে আমীর খসরু বলেন, মানুষ নিত্যপণ্যের দামে নাকাল হয়ে পড়েছে। মূল্যস্ফীতির কারণে অনেকের দৈনন্দিন জীবন চালাতে কঠিন হয়ে পড়েছে। ফলে এই কর ভ্যাট দরিদ্রসীমার নিচে যাবে অকল্পনীয়। ফলে এই সরকারকে বলছি, এই কর, এই ভ্যাট প্রত্যাহার করেন। আপনাদের এখন স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করা উচিত। আপনারা এখন অন্তবর্তী বাজেট ঘোষণা করেন। কারণ স্বৈরাচারের বাজেট তো দুর্নীতির বাজেট।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও শিল্পোদ্যোক্তা কাজী সালিমুল হক কামাল, বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ। মতিবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা নিজ নিজ জেলায় বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে মতবিনিময় সভায় আমীর খসরু

সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে বিএনপির ছবক নেওয়া লাগবে না

আপডেট সময় : ১১:৩৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫


সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে, তার ৯০ শতাংশ বিএনপি বাস্তবায়ন করেছে। বাংলাদেশের অর্থনীতি আজ যেখানে এসেছে, এটা বিএনপির সংস্কারের কারণেই। একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণের জন্য জিয়াউর রহমান সেটা শুরু করেছিলেন। মুক্ত অর্থনীতি থেকে মুক্তবাজার অর্থনীতির প্রতিটি পদক্ষেপে সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আজ এখানে এসেছে। আমরা একটি শক্তিশালী অর্থনীতি নির্মাণ করেছিলাম; সেটা অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো। কিন্তু বিগত সময়ে লুটপাটের কারণে বাংলাদেশের অর্থনীতি পিছিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারও কাছ থেকে ছবক নেওয়া দরকার হবে না। আমরা আমাদের ৩১ দফা শুধু দিইনি; তার আগে দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০-এর মাধ্যমে দেশ সংস্কারের প্রস্তাব তুলে ধরেছিলেন। সেখানে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, দুই কক্ষ বিশিষ্ট সংসদ, সবগুলো দেওয়া হয়েছে ছয় বছর আগে। আর দেড় বছর আগে আমাদের সঙ্গে যুগপৎ আন্দলনে যারা সংশ্লিষ্ট ছিল, তাদের মতামতের ভিত্তিতে ৩১ দফা তৈরি করেছি।সকলে মিলেই আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আজ (মঙ্গলবার) দুপুরে যশোর শহরের একটি অভিজাত হোটেলে ‘খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সভায় খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।

তিনি বলেন, শেখ হাসিনার পলায়নের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তাকে ধারণ করতে হবে। সংস্কারের জন্য আমরা অনেক আগেই জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার করছে, সেটাও নির্বাচিত সরকার জাতীয় সংসদে আলোচনা করবে। আগামী আগামী নির্বাচনে বিএনপি দুইশ’ সিট পেলেও জাতীয় সরকার গঠন করা হবে। অতীতের মতো বাংলাদেশ আর হবে না। তারেক রহমান আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে।

নতুন ভ্যাট ও শুল্কে আরও চাপে পড়বে মানুষ উল্লেখ করে আমীর খসরু বলেন, মানুষ নিত্যপণ্যের দামে নাকাল হয়ে পড়েছে। মূল্যস্ফীতির কারণে অনেকের দৈনন্দিন জীবন চালাতে কঠিন হয়ে পড়েছে। ফলে এই কর ভ্যাট দরিদ্রসীমার নিচে যাবে অকল্পনীয়। ফলে এই সরকারকে বলছি, এই কর, এই ভ্যাট প্রত্যাহার করেন। আপনাদের এখন স্বৈরাচার সরকারের বাজেট বাতিল করা উচিত। আপনারা এখন অন্তবর্তী বাজেট ঘোষণা করেন। কারণ স্বৈরাচারের বাজেট তো দুর্নীতির বাজেট।

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও শিল্পোদ্যোক্তা কাজী সালিমুল হক কামাল, বিজিএমইএ-এর সাবেক সহ-সভাপতি মাহমুদুল হাসান বাবুল, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ। মতিবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার ব্যবসায়ী প্রতিনিধিরা নিজ নিজ জেলায় বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।