ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আলী মল্লিক -কপোতাক্ষ

যশোরের অভয়নগরে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন : অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে আলী মল্লিক (২৯) ও খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন (২৭)। উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে বারান্দি-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে জামিরা বাজারের দিকে যাওয়ার সময় একটি হলুদ রঙের এপাচি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ও একজন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ার মুনমুন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে ভর্তি করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।’

পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, ‘দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক ও আরোহী চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

আপডেট সময় : ০২:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫

যশোরের অভয়নগরে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন : অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্দুর রশিদ মল্লিকের ছেলে আলী মল্লিক (২৯) ও খুলনা জেলার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের দামোদর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন (২৭)। উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে বারান্দি-জামিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যার দিকে জামিরা বাজারের দিকে যাওয়ার সময় একটি হলুদ রঙের এপাচি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে মোটরসাইকেলের চালক ও একজন আরোহী গুরুতর আহত হন। এলাকাবাসী আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ার মুনমুন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই যুবককে হাসপাতালে ভর্তি করার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।’

পায়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ফিরোজ আলম বলেন, ‘দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের চালক ও আরোহী চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দুই যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।’