অভয়নগরে নসিমন উল্টে চালক নিহত
- আপডেট সময় : ১২:৫০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে শ্যালোইঞ্জিন চালিত নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। আজ (সোমবার) অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক নূর আলী শেখ (২৩) বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে।
নিহতের মামাতো ভাই সাকিব শেখ বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জ্বালানি কাঠ আনতে বাঘুটিয়া থেকে সিংগাড়ী বাজার যাচ্ছিলেন নূর আলী। সিংগাড়ী বাজারের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে যায়। স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত নূর আলীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, নছিমন চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুপুরে হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।


















