ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মণিরামপুরে প্রকাশ্যে চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের গুলিতে নিহত চরমপন্থী নেতা রানা প্রতাপ -কপোতাক্ষ ফাইল ছবি

যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক চরমপন্থী নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (সোমবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

কপালিয়া বাজারে রানা প্রতাপের মাছের বরফ তৈরির কারখানা আছে। এলাকায় তিনি চরমপন্থী নেতা নামে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকান্ডের চার্জশিটভুক্ত আসামী।

দীর্ঘদিন বিভিন্ন চরমপন্থী দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করায় তিনি মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত বলে সূত্র জানায়।

তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তরা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে।

এছাড়া, রবিবার (৩ জানুয়ারি) যশোরে জুলাই যোদ্ধা এনামকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন দুবৃর্ত্তরা।

ফলে নির্বাচনের ডামাডোলের ভিতরে হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি হওয়াতে কিছুটা আতঙ্কিত যশোরবাসী।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মণিরামপুরে প্রকাশ্যে চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৩:০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক চরমপন্থী নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (সোমবার) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

কপালিয়া বাজারে রানা প্রতাপের মাছের বরফ তৈরির কারখানা আছে। এলাকায় তিনি চরমপন্থী নেতা নামে দীর্ঘদিন ধরে পরিচিত। তিনি জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়ার সাবেক শ্রমিক নেতা ওলিয়ার রহমান হত্যাকান্ডের চার্জশিটভুক্ত আসামী।

দীর্ঘদিন বিভিন্ন চরমপন্থী দলের সক্রিয় নেতা হিসেবে কাজ করায় তিনি মনিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলায় চরমপন্থী নেতা হিসেবে পরিচিত বলে সূত্র জানায়।

তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক পৌনে ৬টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের শংকরপুরে দুর্বৃত্তরা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করে।

এছাড়া, রবিবার (৩ জানুয়ারি) যশোরে জুলাই যোদ্ধা এনামকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেন দুবৃর্ত্তরা।

ফলে নির্বাচনের ডামাডোলের ভিতরে হঠাৎ আইনশৃঙ্খলার অবনতি হওয়াতে কিছুটা আতঙ্কিত যশোরবাসী।