আপনজন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড
বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২২৮ বার পড়া হয়েছে
আপনজন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ৫ম বার্ষিক সাধারণ সভা আজ (শনিবার) ঢাকার ধামরাইয়ের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
একইসাথে আনন্দমুখর পরিবেশে কোম্পানির বার্ষিক বনভোজনও অনুষ্ঠিত হয়। এতে শেয়ার হোল্ডাররা পরিবারের সদস্যসহ অংশ নেন।
বনভোজনে নানা আনন্দদায়ক খেলাধুলার আয়োজন করা হয়। এতেও শেয়ার হোল্ডাররা পরিবারের সদস্যসহ অংশ নেন।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজলুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন গাজী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম রুবেল, পরিচালক (অর্থ) মো. আব্দুল হামিদ, শাহজাহান বেপারী, ড. মো.শহীদুল্লাহ খান আল মাদানী, মো. আব্দুল হামিদ, মো. খেলাফত হোসাইন, মো. শহিদুল ইসলাম বাদল, মো. সাইফুল ইসলাম ও মো. মোরশেদ আলম রুবেলসহ শেয়ার হোল্ডাররা আলোচনায় অংশ নেন।
সভায় ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৮৫৯ টাকা আয়-ব্যয়ের রিপোর্ট উপস্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশের বিষয় অবহিত করা হয়।
একইসাথে জানানো হয়, আপনজন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের শেয়ার হোল্ডারদের জন্য পলাশনগরে প্রথম পর্যায়ের ৮৪ জনের জন্য অত্যাধুনিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। অবশিষ্ট সদস্যদের আবাসিক ফ্ল্যাটও পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।
উল্লেখ্য, ২শ’ জন সদস্য নিয়ে ২০১৩ সালে আপনজন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড মিরপুর ১৩ নম্বর সেকশনের বাইশটেকি এলাকায় যাত্রা শুরু করে।


















