হাদী স্মরণে এমএম কলেজ মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল
- আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ওসমান হাদীর স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) সন্ধ্যায় এমএম কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির শুরুতে কলেজ ক্যাম্পাসের ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের পাদদেশে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ওসমান হাদীর স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মোমবাতি হাতে নিয়ে কয়েক মিনিট নিরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ‘চেতনায় চিরঞ্জীব’ ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু বলেন, ওসমান হাদী হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। একটি সংগঠনের সক্রিয় কর্মীকে এভাবে হত্যা করে পার পাওয়া যাবে, এমন সংস্কৃতি কখনোই মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, আজও এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে। অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একইসাথে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম দৃশ্যমান অগ্রগতি পায়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



















