ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছা সীমান্ত ঘেঁষা বাঁওড়ে ভাসমান মরদেহ

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোর চৌগাছা উপজেলার মাশিলা সীমান্তঘেঁষা বাঁওড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকালে সীমান্তের গদাধরপুর বাঁওড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ বলছে, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার কাছে একটি সোনার চেইন ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মরদেহটি বাঁওড়ে ভাসছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এসময় তার মাথায় ওড়না দিয়ে একটি মোবাইল বাঁধা ছিল। বাঁওড়ের অর্ধেক বাংলাদেশের ভিতর, বাকি অর্ধেক ভারতে। প্রাথমিকভাবে ধারণা করছি, পানির ভিতর দিয়ে তিনি ভারতে যাচ্ছিলেন। আঘাতের চিহ্ন যেহেতু নাই, ধারণা করছি ঠান্ডায় মারা যেতে পারেন। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চৌগাছা সীমান্ত ঘেঁষা বাঁওড়ে ভাসমান মরদেহ

আপডেট সময় : ১২:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

যশোর চৌগাছা উপজেলার মাশিলা সীমান্তঘেঁষা বাঁওড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার) সকালে সীমান্তের গদাধরপুর বাঁওড়ে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

পুলিশ বলছে, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার কাছে একটি সোনার চেইন ও একটি মোবাইল ফোন পাওয়া গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মরদেহটি বাঁওড়ে ভাসছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এসময় তার মাথায় ওড়না দিয়ে একটি মোবাইল বাঁধা ছিল। বাঁওড়ের অর্ধেক বাংলাদেশের ভিতর, বাকি অর্ধেক ভারতে। প্রাথমিকভাবে ধারণা করছি, পানির ভিতর দিয়ে তিনি ভারতে যাচ্ছিলেন। আঘাতের চিহ্ন যেহেতু নাই, ধারণা করছি ঠান্ডায় মারা যেতে পারেন। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’