সংবাদ শিরোনাম ::
অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার
যশোরের আলভি ফুডকে লাখ টাকা জরিমানা
প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে
যশোরের ঝুমঝুমপুরস্থ বিসিকের আলভি ফুড নামে একটি বিস্কুট কারখানায় আজ (বৃহস্পতিবার) অভিযান চালিয়ে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এই অর্থ দণ্ড প্রদান করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিসিকের আলভি ফুড প্রডাক্টস নামে ওই প্রতিষ্ঠানে বিএসটিআই লাইসেন্স নেই। তাছাড়া প্রাণ কোম্পানির প্যাটার্ন অনুকরণ করে তৈরিকৃত মোড়কে ৭ শ্রেণির বিস্কুট বাজারজাত করা হচ্ছিল। অভিযানকালে মালিক আরিফ অনুপস্থিত থাকায় ম্যানেজার তুষারকে একলাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।



















