যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালন
- আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন শোভাযাত্রা শেষে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন -কপোতাক্ষ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ (রবিবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুনের নেতৃত্বে শোভাযাত্রাটি শুরু হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, শিক্ষক সমাজই জাতি গঠনের মূল ভিত্তি। তাদের জ্ঞান, পরিশ্রম ও নৈতিক নেতৃত্বের কারণেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে জাতিকে সঠিক পথ দেখায়। আমরা সবাই মিলে এমন এক পরিবেশ গড়ে তুলতে চাই যেখানে শিক্ষকরা থাকবেন সর্বোচ্চ মর্যাদায়, আর শিক্ষা হবে আলোর উৎস।
তিনি বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ন্যায্য দাবিই নয় বরং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ও মান উন্নয়নের পূর্বশর্ত।
শোভাযাত্রায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিন’স কমিটির আহবায়ক ড. মো. কোরবান আলী।
যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।


















