যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- আপডেট সময় : ০২:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৫৩ বার পড়া হয়েছে
যশোরে ৫টি স্বর্ণের বারসহ আবুবকর সিদ্দিক (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় থেকে তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি ১১ লাখ ১১ হাজার ৫৭৪ টাকা। আটক আবুবকর সিদ্দিক ঢাকার শ্যামপুর থানার ডিআইটি প্লট এলাকার মো. সাইজদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে যশোর-খুলনা মহাসড়কে মুড়লীর মোড় বাসস্ট্যান্ড থেকে আবুবকরকে আটক করে বিজিবি। এ সময় তার দেহ তল্লাশি করলে কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৬৯৭ গ্রাম।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুবকর জানিয়েছেন, ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো তিনি বেনাপোলে নিয়ে যাচ্ছিলেন। ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল গমন করছিলেন বলেও জানান তিনি।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটক আবুবকরের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।



















