খুলনা বিভাগের মতবিনিময় সভা
প্রতিবন্ধি বিদ্যালয় এমপিওভুক্তির দাবি
- আপডেট সময় : ১১:৪৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের খুলনা বিভাগের মতবিনিময় সভা আজ (শনিবার) যশোর জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা বিভাগের ৩৩২টি প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
সভায় বক্তারা প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর এমপিওভুক্তি এবং শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা তাদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, দীর্ঘদিন তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা এমপিওভুক্তির দাবি মেনে না নেওয়া পর্যন্ত ঘরে না ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নিজেদের দাবি আদায়ের জন্য তারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা প্রতিবন্ধীদের শিক্ষা, কর্মসংস্থান, পুনর্বাসন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও ভাতা বৃদ্ধির দাবিও জানানো হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, প্রয়োজনে আরও রক্ত দেব, রাজপথে আন্দোলন গড়ে তুলবো। কিন্তু আমাদের দাবি আদায় না করে ঘরে ফিরবো না। প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন আগামি মাসে আমরা এমপিওভুক্ত হবো। তবে সচিবালয়ের ফ্যাসিস্টের দোসররা যদি আমাদের বাঁধা প্রদান করে আমরা তাদের প্রতিহত করব। চব্বিশের ছাত্রজনতার আত্মত্যাগের পর আর কোনো ফ্যাসিস্টের দোসরদের তাবেদারি চলবে না। তিনি দাবি আদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ যশোর জেলা কমিটির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পরিষদের মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু প্রধান আলোচক এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, কেন্দ্রীয় সহ-সভাপতি রতন মিয়া, মহিউদ্দিন বাবু, সুরুজ্জামান এবং মেহেদী হাসান রাজু, সুবোধ মিত্র মোমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধি বিদ্যালয়ের সভাপতি মিলন মিত্র, জেলার সাংগঠনিক সম্পাদক সোহেলি বিন্দুসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ।
উল্লেখ্য মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার ৩৩২টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬ হাজার ৬৪০ জন শিক্ষক ও কর্মচারী অংশ নেন।



















