ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে যশোর প্রেসক্লাবের মানববন্ধন -কপোতাক্ষ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোর প্রেসক্লাব।

আজ (সোমবার) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচার দাবিতে মানববন্ধন করেছে যশোর প্রেসক্লাব।

আজ (সোমবার) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে যশোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে দুর্বল প্রশাসনিক অবকাঠামোর তীব্র সমালোচনা করেন। তারা সাংবাদিক নির্যাতন ও হত্যার দীর্ঘ ইতিহাস তুলে ধরে বলেন, আজ অবধি অসংখ্য ঘটনার কোনোটিরও বিচার হয়নি। প্রশাসনের ‘গ্রেফতার নাটক’ বন্ধ করে সঠিক বিচার নিশ্চিত করতে হবে। অবিলম্বে সব সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ বক্তব্য রাখেন।