যশোরে মানববন্ধন
জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধের দাবি
- আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
মেয়াদোত্তীর্ণ সকল বিমান বাজেয়াপ্ত, বিমান প্রশিক্ষণের রুট লোকালয় থেকে দূরে স্থাপনসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।
আজ (বুধবার) বিকালে যশোর প্রেস ক্লাবের সামনে যশোর কমিউনিটির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা নিয়ে নানাধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজবেরও কমতি নেই। বিমান বিধ্বস্তের ঘটনায় এ ক্ষতি কখনও কাটিয়ে উঠা সম্ভব নয়। কিন্তু এ ধরনের দুর্ঘটনা যাতে দ্বিতীয়টি না ঘটে সেটার জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে। দেশের যেকোনো জনবহুল এলাকার আকাশে বিমান প্রশিক্ষণ বন্ধ করতে হবে। মেয়াদোত্তীর্ণ সকল বিমান বাজেয়াপ্ত করতে হবে।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, যশোরে বিমান ঘাঁটির যে প্রশিক্ষণ বিমান রয়েছে, সেগুলোর চলাচল রুটও শহরের জনবসতির উপর দিয়ে। যশোর বিমান ঘাঁটির আশেপাশে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। গোটা যশোর শহরে যেকোনো সময় রাজধানী ঢাকার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। উত্তরার ঘটনায় আমরা যশোরবাসীও শঙ্কিত। মূল কারণ হলো প্রশিক্ষণ বিমানগুলোর অধিকাংশ মেয়াদউত্তীর্ণ। প্রায় দুর্ঘটনার সম্মুখীন হয়। এমন অবস্থায় যশোর মতিউর রহমান বিমান ঘাঁটিসহ দেশের সকল মেয়াদোত্তীর্ণ বিমান আকাশে উড়া বন্ধ করতে হবে। বিমান প্রশিক্ষণের রুট মূল শহরের বাইরে করতে হবে। যেকোনো বিমান দুর্ঘটনা মোকাবেলায় কি কি সক্ষমতা রয়েছে, সে বিষয়ে যশোরের মানুষকে অবগত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কমিউনিটির সাধারণ সম্পাদক ফেরদৌস পরশ, সহ-সভাপতি ফেরদৌস হাবিব, কামরুন নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল শর্মা, প্রচার সম্পাদক মিকাইল হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরিফ বিল্লাহ প্রমুখ।



















