মাইলস্টোন ট্র্যাজেডি
যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে যশোর জেলা বিএনপি।
আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় শোক দিবসে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে জেলা বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আসর জেলা বিএনপির কার্যালয়ের সামনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহ-সভাপতি অ্যাড. মো. ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে বাদ জোহর দলের পক্ষ থেকে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
এদিকে, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবসে যশোর জেলা মহিলা দলের ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের সংগ্রাম ও আত্মাত্যাগের কথা’ শীর্ষক পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করা হয়।



















