নির্যাতিত শিশুর চিকিৎসা সহায়তায় তারেক রহমান
- আপডেট সময় : ১২:১৩:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় ধর্ষণের শিকার ৭ বছরের সেই শিশুর চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (সোমবার) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা তুলে দেন বিএনপির নারী, শিশু নির্যাতন সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও ড্যাব যশোরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নির্যাতিত শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স এবং আইনি সহায়তায় নিয়োজিত আইনজীবীদের সঙ্গে কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। একইসাথে তাদের তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে যে জায়গায়, যে কোন ক্রাইসিসে বিএনপির নেতাকর্মীরা এগিয়ে এসেছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। গণমাধ্যমে যখন শিশুটির ধর্ষণের শিকার হওয়ার খবর পান, তখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দেন শিশুটির চিকিৎসা নিশ্চিতের। আমরা শিশুটির চিকিৎসা ও আইনি সহায়তা যাতে নিশ্চিত হয়, সেই লক্ষেই এখানে এসেছি। শিশুটির সঙ্গে কথা বলেছি, তার পরিবার, চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে শিশুটির যে কোন সহায়তায় বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবে বলেও আশ্বস্ত করেছি তাদের।
তিনি বলেন, দেশের এখন এক লাখের বেশি ধর্ষণ নারী নির্যাতনের মামলা পেন্ডিং রয়েছে। এসব মামলা দ্রুত যাতে নিষ্পত্তি হয়, সেই কারণে বিএনপি আইনি সেল ও চিকিৎসা সেল গঠন করেছে।
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চৌগাছায় যখন শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়, তখনই কিন্তু শিশুটিকে বিএনপির নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঝুঁকিপূর্ণ অবস্থায় চিকিৎসকদের আন্তরিকতায় শিশুটির অবস্থা এখন উন্নতির দিকে। আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে আমাদের চিকিৎসকেরা কাজ করছে। আইনি সহায়তার জন্য আমাদের যে লিগ্যাল এইড টিম রয়েছে সেই সদস্যরাও আইনি সহায়তা দিচ্ছে। শিশুটির পাশে বিএনপির নেতাকর্মীরা সব সময় থাকবে।
আর্থিক সহায়তা গ্রহণকালে শিশুটির মা কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার মেয়ের উপর যে নির্যাতন চালানো হয়েছে, সেটা যেন অন্য কোনো শিশুর উপর না ঘটে। বুকে জড়িয়ে ধরে কোনো মায়ের যেন আর চাপা কান্না করতে না হয়। এই ধরনের ঘটনার বিচার হওয়া উচিত। দৃষ্টান্তমূলক বিচার হলে এসব কর্মকান্ডে আর কেউ জড়াবে না। এসময় তাদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত বুধবার যশোরের চৌগাছায় বাড়ির পাশে শিশুটিকে ধর্ষণ করে এক প্রতিবেশী। এরপর শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দিলে অভিযুক্ত মিজানুর রহমানকে (৫৫) আটক করে পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠালে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


















