ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইজিবাইকে বাসের ধাক্কা, পড়ে নারী যাত্রী নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরে বাসের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে প্রতিমা কর্মকার (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

আজ (বুধবার) সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কের ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা কর্মকার বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রতিমা কর্মকার একটি ইজিবাইকে করে খাজুরা বাজার থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মাগুরা থেকে ছেড়ে আসা একটি বাস ইজিবাইকটির পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইক থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বাসটির একটি চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যশোর শহরের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ইজিবাইকে বাসের ধাক্কা, পড়ে নারী যাত্রী নিহত

আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

যশোরে বাসের ধাক্কায় ইজিবাইক থেকে পড়ে প্রতিমা কর্মকার (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

আজ (বুধবার) সন্ধ্যায় যশোর-মাগুরা মহাসড়কের ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা কর্মকার বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের স্বপন কর্মকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে প্রতিমা কর্মকার একটি ইজিবাইকে করে খাজুরা বাজার থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে ইছালী ইউনিয়নের জগমনপুর এলাকায় সিদ্দিক ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে মাগুরা থেকে ছেড়ে আসা একটি বাস ইজিবাইকটির পেছনে ধাক্কা দেয়। এতে তিনি ইজিবাইক থেকে সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় বাসটির একটি চাকা তার মাথার ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যশোর শহরের দিকে পালিয়ে যায়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।