সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যশোরের যুবকের মৃত্যু
প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৩৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৮৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় গিয়ে অসুস্থ হয়ে পড়া যশোরের যুবক মনিরুজ্জামান তুহিনের মৃত্যু হয়েছে।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। মৃত যুবক মনিরুজ্জামান তুহিন (৪০) যশোরের মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন মণিরামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।
তিনি জানান, তুহিন বিএনপির সমর্থক। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দলীয় কোনো পদ না থাকলেও খালেদা জিয়ার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। এজন্য খালেদা জিয়ার জানাজায় শরিক হতে ঢাকায় যান তুহিন।
তিনি আরও বলেন, জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তুহিন। ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়েছে।



















