শ্রদ্ধা ভালবাসায় প্রয়াত মুক্তিযোদ্ধা অশোক রায়কে স্মরণ
- আপডেট সময় : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রিয়মুখ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অশোক রায় স্মরণে স্মরণানুষ্ঠান হয়েছে।
আজ (শনিবার) যশোর শহরের বেজপাড়া শহীদ সুধীর ঘোষ পূজা মন্দির প্রাঙ্গনে এই স্মরণানুষ্ঠানের আয়োজন করেন অশোক রায়ের শুভার্থীবৃন্দ। অনুষ্ঠানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় প্রয়াত অশোক রায়কে স্মরণ করেন আলোচকবৃন্দ।
‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে…’ এই অভিব্যক্তিকে ধারণ করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ স্মরণানুষ্ঠান। সভাপতিত্ব করেন দেবব্রত ঘোষ।
অশোক রায়কে স্মরণ করে বক্তব্য দেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, আইনজীবী শহীদ আনোয়ার, রোটারিয়ান চিন্ময় সাহা, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি আইনজীবী দেবাশীষ দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, ব্যবসায়ী কাসেদুজ্জামান সেলিম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি প্রদীপ ঘোষ, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, পরিবারের সদস্য অনন্যা লাবণী রায়।
স্মৃতিচারণমূলক আলোচনা শেষে সমবেত প্রার্থনা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আরতি চক্রবর্তী। সঞ্চালনা করেন যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর।



















