যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে
উদীচী, ছায়ানট প্রথম আলো, ডেইলি স্টারসহ দেশের বিভিন্ন স্থানে ‘পরিকল্পিত সন্ত্রাসবাদী’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংস্কৃতিকর্মীরা।
আজ (সোমবার) বিকালে যশোর শহরের টাউন হল ময়দানে যশোরের সাংস্কৃতিক সংগঠনসমূহ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
এতে সংহতি প্রকাশ করে বিভিন্ন প্রগ্রতিশীল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচি থেকে জুলাই যোদ্ধা ওসমান হাদি, দিপু দাস, আয়েশা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবি জানানো হয়।
সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্যে কর্মসূচি শুরু হয়। ‘মুক্তির মন্দির সোপান তলে’ গণসংগীতের পর শুরু হয় সমাবেশ।
সমাবেশে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সাবেক নেতা ইমরান খান প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জাতীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মিছিলটি চিত্রার মোড় দড়াটানা মোড় ঘুরে আবার টাউন হল মাঠে এসে শেষ হয়।



















