ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আটক ২

যশোরে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

হত্যায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশ -কপোতাক্ষ

যশোরে মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। হত্যাকাণ্ডের শিকার তানভীর (২২) যশোর শহরের শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টু মিয়ার ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর নিহত যুবকের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার এবং জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে তানভীরকে হত্যা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিনগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, তানভীর ক্যাম্পের পেছনের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে রিকশায় তুলে হাসপাতালে পাঠান।

থানা সূত্রে আরও জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করে। এসময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল।

এদিকে, তানভীর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একইসাথে উদ্ধার করা হয়েছে হত্যার ব্যবহৃত চাকুটি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক দুজন হলেন : আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা সোনা মিয়া ও স্বাক্ষর।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনার পর রাতেই কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম অভিযানে নামে। তারা রক্তের ছাপ পর্যবেক্ষণ করে ঐ এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে সোনা মিয়াকে আটক করে। ঐ বাড়ির ছাদ থেকেই একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। পরে আটক করা হয় একই এলাকার সাক্ষরকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে তানভীরকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আটক ২

যশোরে মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

যশোরে মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। হত্যাকাণ্ডের শিকার তানভীর (২২) যশোর শহরের শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টু মিয়ার ছেলে। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের পর নিহত যুবকের প্যান্টের পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার এবং জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্বে তানভীরকে হত্যা করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিনগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। এ সময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুদি ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন জানান, তানভীর ক্যাম্পের পেছনের দিক থেকে দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে রিকশায় তুলে হাসপাতালে পাঠান।

থানা সূত্রে আরও জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করে। এসময় তানভীর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। আটক দুই যুবকের ভাষ্যমতে, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল।

এদিকে, তানভীর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। একইসাথে উদ্ধার করা হয়েছে হত্যার ব্যবহৃত চাকুটি। মধ্যরাতে আনসার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক দুজন হলেন : আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা সোনা মিয়া ও স্বাক্ষর।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘটনার পর রাতেই কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের টিম অভিযানে নামে। তারা রক্তের ছাপ পর্যবেক্ষণ করে ঐ এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে সোনা মিয়াকে আটক করে। ঐ বাড়ির ছাদ থেকেই একটি বার্মিজ চাকু উদ্ধার করে পুলিশ। পরে আটক করা হয় একই এলাকার সাক্ষরকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে খুন করা হয়েছে তানভীরকে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।