সংবাদ শিরোনাম ::
কোটি টাকার স্বর্ণের বার ও গহনাসহ চোরাকারবারি আটক
প্রতিবেদক
- আপডেট সময় : ০১:১৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের ৫১৫ দশমিক ৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার ও গহনাসহ এক চোরাকারবারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আজ (রবিবার) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দাইতলা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বিকাশ কুমার ঘোষ (৩৪) কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ঐ স্বর্ণের বার ও স্বর্ণালংকারগুলো পাওয়া যায়। যার মূল্য ৯৩ লাখ ৫৯ হাজার টাকা।
আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাঠাচ্ছিলেন। আটক আসামিকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।









