ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

৫টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ যুবক আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

বিদেশি পিস্তল, ম্যাগজিন,গুলি, গাঁজাসহ আটক লিটন গাজী -কপোতাক্ষ

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (রবিবার) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, যশোরের সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এই অস্ত্রের গন্তব্য ছিল চট্টগ্রাম-কক্সবাজার।

শনিবার গভীররাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, শনিবার গভীররাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী।

এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

৫টি বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ যুবক আটক

আপডেট সময় : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (রবিবার) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, যশোরের সীমান্ত দিয়ে ভারত থেকে আসা এই অস্ত্রের গন্তব্য ছিল চট্টগ্রাম-কক্সবাজার।

শনিবার গভীররাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের নূর ইসলাম গাজীর ছেলে।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, শনিবার গভীররাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় তার ঘরের বক্সখাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্র কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী।

এর আগেও তিনি কক্সবাজারে অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।