অ্যাম্বুলেন্সের ধাক্কায় মা আহত, দেখতে এসে হাসপাতালে ছেলের মৃত্যু
- আপডেট সময় : ০২:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
যশোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজির সংঘর্ষে সিমা ধর (৬৫) নামে এক নারী আহত হয়েছেন। আহত মাকে দেখতে হাসপাতালে এসে হার্ট অ্যাটাকে মারা গেছেন তার ছেলে পলাশ ধর (৪৫)।
স্থানীয়রা জানান, আজ (সোমবার) বিকেল আনুমানিক ৪টার দিকে সিমা ধর বাড়ি থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন।
পথে চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি অ্যাম্বুলেন্স সিএনজিচালিত যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, আহত সিমা ধরকে দেখতে তার ছেলে পলাশ ধর হাসপাতালের বিছানার সামনে গেলে মায়ের রক্ত দেখে মাথা ঘুরে মাটিতে পড়ে যান।
তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্সটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






















