ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগ নেতা আটক

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ -কপোতাক্ষ

যশোরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন এবং যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তিতাস উদ্দিনকে আটক করে। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে জানা গেছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার গভীররাতে কাজিপুর থেকে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করা হয়।

তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

দুজনকেই তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগ নেতা আটক

আপডেট সময় : ০৩:৫৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

যশোরে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক ও ঢাকা উত্তর মহানগর শাখার সহসভাপতি তিতাস উদ্দিন এবং যশোর সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

আজ (বৃহস্পতিবার) ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকা থেকে তিতাস উদ্দিনকে আটক করে। তিনি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছিলেন বলে জানা গেছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, কোতোয়ালি থানা পুলিশ জানায়, বুধবার গভীররাতে কাজিপুর থেকে সদরের রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করা হয়।

তিনি সদর উপজেলার কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার ছেলে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

দুজনকেই তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগের বিষয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।