কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের মতবিনিময় সভা
যবিপ্রবিকে যুগোপযোগী আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়
- আপডেট সময় : ১২:৪২:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (যবিপ্রবি) একটি যুগোপযোগী আধুনিক ও কর্মচারীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্মচারীবৃন্দের বিদ্যমান বিভিন্ন দাবি-দাওয়া, সমস্যা ও তার সমাধানের উপায়সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আজ (রবিবার) বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীবৃন্দের সাথে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কর্মরত থাকা অবস্থায় যারা মৃত্যুবরণ করেছেন, তাঁদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
যবিপ্রবি প্রশাসনের কর্ণধার অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ যবিপ্রবিতে কর্মরত কর্মচারীবৃন্দের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যথাযথ সমাধানের লক্ষ্যে আলোচনা করেন।
উপাচার্য বলেন, সকল প্রকার প্রমোশন, আপগ্রেডেশন যথাযথ সময়ে হবে তাতে কোনো সন্দেহ নেই। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই লক্ষ্যে দিনরাত কাজ করে যাচ্ছে এবং কারও প্রতি কোনোপ্রকার বৈষম্য করা হবে না। আপগ্রেডেশনের প্রাপ্যতা অনুসারে দ্রুত সময়ে সকল প্রকার আপগ্রেডেশন বোর্ড আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সকলকে নিজ নিজ পেশাগত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে হাতে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
উপাচার্য বলেন, তিনি দায়িত্ব গ্রহণের পরপরই যবিপ্রবির আইন ২০০১ অনুযায়ী শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী নীতিমালা যুগোপযোগী করা হয়েছে। নিয়োগ ও আপগ্রেডেশন প্রক্রিয়া গতিশীল করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী বাছাই বোর্ড নতুনভাবে গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। যবিপ্রবি প্রশাসন নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম, গবেষণা ও সকল বিষয় একইসাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল নিজেদের হীন স্বার্থে এ বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে সর্বদা তৎপর। এই কুচক্রি ও স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিবারকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।
কর্মচারীবৃন্দের সাথে উপাচার্যের এই মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) নিত্যানন্দ পাল ও সহকারী রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহমুদুন্নবীসহ বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী উপস্থিত ছিলেন।










