প্রথমবারের মতো যশোরের মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
- আপডেট সময় : ০২:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
যশোরে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। যশোর জেলা প্রশাসনের আয়োজনে আগামীকাল (রোববার) শামস্-উল-হুদা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের পর্দা উঠবে।
টুর্নামেন্টে যশোরের ৮টি উপজেলা দল অংশগ্রহণ করবে। নকআউট ভিত্তিক টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও প্রাইজমানি দুই লাখ এবং রানার্সআপ দলকে দেড় লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে।
আজ (শনিবার) যশোর কালেক্টরেট অমিত্রাক্ষর সভাকক্ষে প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়।
প্রেস কনফারেন্সে যশোরের জেলা প্রশাসক আজাহরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ১২ দিনব্যাপি এই টুর্নামেন্ট সফল করতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির আহ্বায়ক, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও টুর্নামেন্ট সাংগঠনিক কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ।
প্রেস কনফারেন্সে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার জানান, রোববার শামস্-উল-হুদা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ্।
টুর্নামেন্টের উদ্বোধনী দিন ৯ নভেম্বর মুখোমুখি হবে যশোর সদর উপজেলা ও শার্শা উপজেলা। এরপর ১১ নভেম্বর মণিরামপুর ও বাঘারপাড়া উপজেলা, ১৩ নভেম্বর কেশবপুর ও চৌগাছা উপজেলা এবং ১৫ নভেম্বর ঝিকরগাছা ও অভয়গর উপজেলার মুখোমুখি হবে।
বিজয়ী চারটি দল নিয়ে ১৬ নভেম্বর ও ১৮ নভেম্বর দুটি সেমিফাইনাল শেষে ২০ নভেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও প্রাইজমানি দুই লাখ এবং রানার্সআপ দলকে দেড় লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রতিম্যাচে ম্যান অব দ্য ম্যাচ এবং ফাইনালে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার দেওয়া হবে। এছাড়া প্রতিটা ম্যাচের সেরা খেলোয়াড়কে ৫ হাজার ও টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে ২০ হাজার টাকা প্রদান করা হবে।
টুর্নামেন্টে প্রত্যেক উপজেলা নিজ উপজেলার পাশাপাশি সর্বোচ্চ তিনজন বাইরের খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। সেক্ষেত্রে জাতীয় পর্যায়ের বা বিদেশি খেলোয়াড় দলে নিতেও কোনো বাধা নেই।
টুর্নামেন্টকে ঘিরে মাঠে দর্শক টানতে ইতোমধ্যে মাইকিংসহ প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ টিকিটের মূল্য রাখা হয়েছে ২০ টাকা। এই গেট টিকিটের বিপরীতে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।
জেলা প্রশাসনের অর্থায়নে যশোর জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছে।



















