সংবাদ শিরোনাম ::
যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের দম্পতি আটক
প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের এক দম্পতিকে আটক করেছে।
বুধবার দিনগত রাত ২টার দিকে ঝিকরগাছা উপজেলা মোড়ের প্রাইভেট ক্লিনিকের পশ্চিম পাশে যশোর-বেনাপোল মহাসড়কে দাঁড়িয়ে থাকা সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসেছেন বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন।
আটকরা হলেন : কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কুতুবজোম এলাকার মোহাম্মদ আলমগীর (৩০) এবং তার স্ত্রী ময়না পাখি (২৪)।
আটককৃতদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা রয়েছে।
আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।



















