যশোরে সিটি কলেজ ছাত্রদলের সভাপতিকে কুপিয়ে আহত
- আপডেট সময় : ০৪:০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
যশোরে মো. সোহানুর রহমান সোহান (২৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার) রাতে শহরের শংকরপুর আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে আশ্রম রোডের জনৈক তুহিনের ভাঙারির দোকানের সামনে বসে ছিলেন সোহানুর রহমান।
এসময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় যুবক রাতিন (২১) চাকু দিয়ে তাকে আক্রমণ করেন। এতে সোহানের পেটের নিচের অংশে উভয় পাশে রক্তাক্ত জখম হয়।
সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
আহত সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, হামলাকারীকে শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















