নাচে গানে শেষ হলো উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনের অনুষ্ঠান
‘স্পর্ধিত হও অশুভের সাথে দ্বন্দ্বে’
- আপডেট সময় : ০৫:১৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
নাচে গানে আর কথামালায় যশোরে শেষ হলো উদীচী শিল্পীগোষ্ঠির তিনদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
আজ (শুক্রবার) বিকালে টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমন্তের স্নিগ্ধ বিকেলে একের পর এক নাচে গানে মুগ্ধ হন দর্শকেরা। শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। পরিবেশিত হয় কয়েকটি গণসংগীত।
পরে উদীচী শিল্পীগোষ্ঠি যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে শুরু হয় আলোচনা। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রাণ দিয়েছেন দেশের মেহনতি মানুষ ও তাদের সন্তানেরা। কিন্তু গত এক বছরে দেখা গেছে, ভাগ্য খুলেছে শুধু সারজিস, হাসনাতদের। যে বৈষম্যের জন্য আন্দোলন হলো; সমাজে এখনো সেই বৈষম্য দূর হয়নি। মুক্ত সাংস্কৃতিক চর্চায় বাধা আসছে। এখনও আগের মতো সাংস্কৃতিক চর্চা আর ধর্মকে মুখোমুখি করে দাঁড় করানো হচ্ছে। স্বৈরাচার পতনের পর আমরা মুক্ত পরিবেশে থাকব বলে প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন মাজার, দরগাহ আক্রান্ত হচ্ছে। বাউল শিল্পী, লোকশিল্পীদের ওপর হামলা হচ্ছে।
উদীচী শিল্পীগোষ্ঠি যশোরের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘উদীচী শুরু থেকেই মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে কাজ করছে। শিল্প সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই হবে মানুষ ও মানবতার মুক্তি। উদীচী শুধু একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি বাঙালির মুক্তিচিন্তা, প্রতিবাদ ও মানবতার প্রতীক। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচী সব সময় সামনে ছিল। আগামিতেও উদীচী গণমানুষের মুক্তির জন্য আজন্ম লড়াই করে যাবে।’
বক্তব্য রাখেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিল্পকলার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সুর বিতানের সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস।
স্বাগত বক্তব্য রাখেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান।
আলোচনা শেষে আবারও শুরু হয় সাংস্কৃতিক পর্ব। কখনো গানের তালে তালে নেচে, আবার কখনো একক বা দলীয় সংগীতে টাউন হল ময়দান মাতিয়ে তোলেন উদীচীর শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী শিল্পীরা।
‘স্পর্ধিত হও অশুভের সাথে দ্বন্দ্বে’ শ্লোগানে গত ২৯ অক্টোবর শুরু হয় উদীচী যশোর সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান।
এদিন যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় ৩ দিনের কর্মসূচি।
দ্বিতীয় দিনে সদর উপজেলার ভাতুড়িয়ার সাড়াপোল সড়কে দু ধারে রোপন ৫৭টি তাল গাছের চারা রোপন করা হয়।










