প্রথিতযশা সাংবাদিক মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভা
‘রুকুনউদ্দৌলাহ্ মাটি মানুষ ও শেকড়ের কথা তুলে আনতেন’
- আপডেট সময় : ০৪:৫৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
প্রথিতযশা সাংবাদিক, লেখক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভায় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন -কপোতাক্ষ
যশোরে প্রথিতযশা সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, রুকুনউদ্দৌলাহ্ সমাজের অসংগতি, মাটি মানুষ আর শেকড়ের কথা তুলে আনতেন। সত্য প্রকাশ করতে গিয়ে তিনি জীবনে বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু তাঁর কলম কখনও থেমে থাকেনি। কেউ পথ হারালে পথের সন্ধান চাইলে তাকে পথের সন্ধান দিতেন। সাংবাদিকতার পাঠশালা ছিলেন রুকুনউদ্দৌলাহ্। তিনি গণমানুষের প্রতিনিধিত্বশীল সাংবাদিকতা পছন্দ করতেন।
আজ (শনিবার) সন্ধ্যায় জনউদ্যোগ যশোরের আয়োজনে পৌর কমিউনিটি সেন্টার প্রথিতযশা সাংবাদিক, লেখক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্’র স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
জনউদ্যোগ স্মরণসভা কমিটির আহ্বায়ক অ্যাড. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় রুকুনউদ্দৌলাহ্’র দীর্ঘ কর্মময় জীবন, সামাজিক অঙ্গনে অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন তার দীর্ঘদিনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সামাজিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তব্য দেন প্রয়াত রুকুনউদ্দৌলাহ্’র অগ্রজ যশোর সংবাদপত্র পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা একরাম উদ দ্দৌলা, জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল আলম, সিপিবি যশোরের সভাপতি মাহবুবুর রহমান মজনু, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নারী নেত্রী হাবিবা শেফা, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শ্রাবণী সুর, দলিত নেতা বিভূতোষ রায়, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, গ্রাম থিয়েটারের সমন্বয়কারী হাসান হাফিজুর রহমান, নাগরিক উদ্যোগের প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন স্মরণসভা কমিটির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক হাবিবুর রহমান মিলন।









