ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

যশোরে এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত হয়েছেন।

আজ (গতকাল) সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন (৪০) সদর উপজেলার পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি শহরের আশ্রম সড়কের পশ্চিমপাশে বসবাস করতেন।

ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে আশ্রম রোড এলাকার ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় আরেক ইজিবাইক চালক ইউসুফের সাথে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত

আপডেট সময় : ১১:২৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

যশোরে এক ইজিবাইক চালকের লাঠির আঘাতে আরেক চালক নিহত হয়েছেন।

আজ (গতকাল) সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন (৪০) সদর উপজেলার পুলেরহাট এলাকার জালাল উদ্দিনের ছেলে। তিনি শহরের আশ্রম সড়কের পশ্চিমপাশে বসবাস করতেন।

ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টার দিকে আশ্রম রোড এলাকার ফারুকের গ্যারেজে নিজের ইজিবাইক পরিষ্কার করছিলেন জাহিদ। এ সময় আরেক ইজিবাইক চালক ইউসুফের সাথে তার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ইউসুফ লাঠি দিয়ে মাথায় আঘাত করলে জাহিদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।