ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভৈরবপাড় দখলমুক্ত করতে অভিযান শুরু

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

দড়াটানার ভৈরবপাড় দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয় -কপোতাক্ষ

যশোর শহরের দড়াটানার ভৈরবপাড় দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

আজ (বৃহস্পতিবার) দুপুরে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ও সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা পিলার বসানো হয়েছে। একইসঙ্গে কাটাতার দিয়ে ঘেরার কাজও চলমান রয়েছে।

এর আগে পৌরসভা থেকে একের পর এক অভিযান চললেও দড়াটানা অংশ পুরোপুরি দখলমুক্ত করা যায়নি। তবে এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে ভৈরব হোটেলের সামনের অংশ ভেঙে ফেলা হয়। একইসঙ্গে ব্রিজের দুইপাশের ফুটপাত ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা অবৈধ ক্ষুদ্র দোকানগুলো অপসারণ করা হয়।

এছাড়া, ভৈরবপাড় দখল করে হাসপাতাল ও বিভিন্ন দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তবে উচ্ছেদের সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের দোকান ভেঙে ফেলেছে। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, একাধিকবার নোটিশ, মাইকিং করার পরও কেউ কর্ণপাত করেনি। বাধ্য হয়ে জেলা প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে আমরা অভিযানে নেমেছি। নদীর পানির অনাবিল প্রশান্তি থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। এখন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে কাটাতার দিয়ে নদীর অংশ ঘিরে ফেলা হবে। পরবর্তীতে সেখানে গাছ লাগানো ও পৌরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

অভিযান সবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহে ভৈরব চত্বরের বিপরীত পাশের নদীর জায়গাগুলো সার্ভেয়ারের মাধ্যমে মেপে দখলমুক্ত করা হবে। একইসঙ্গে তিনি সকলকে স্বেচ্ছায় নদীর জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ভৈরবপাড় দখলমুক্ত করতে অভিযান শুরু

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

যশোর শহরের দড়াটানার ভৈরবপাড় দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

আজ (বৃহস্পতিবার) দুপুরে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী ও সদর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সীমানা পিলার বসানো হয়েছে। একইসঙ্গে কাটাতার দিয়ে ঘেরার কাজও চলমান রয়েছে।

এর আগে পৌরসভা থেকে একের পর এক অভিযান চললেও দড়াটানা অংশ পুরোপুরি দখলমুক্ত করা যায়নি। তবে এবার কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, অভিযানের শুরুতে ভৈরব হোটেলের সামনের অংশ ভেঙে ফেলা হয়। একইসঙ্গে ব্রিজের দুইপাশের ফুটপাত ও পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে ওঠা অবৈধ ক্ষুদ্র দোকানগুলো অপসারণ করা হয়।

এছাড়া, ভৈরবপাড় দখল করে হাসপাতাল ও বিভিন্ন দোকানের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তবে উচ্ছেদের সময় ক্ষুদ্র ব্যবসায়ীরা অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের নোটিশ না দিয়েই তাদের দোকান ভেঙে ফেলেছে। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থারও দাবি জানান।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, একাধিকবার নোটিশ, মাইকিং করার পরও কেউ কর্ণপাত করেনি। বাধ্য হয়ে জেলা প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে আমরা অভিযানে নেমেছি। নদীর পানির অনাবিল প্রশান্তি থেকে মানুষ বঞ্চিত হচ্ছিল। এখন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে কাজ করছে।

তিনি আরও জানান, প্রথম ধাপে কাটাতার দিয়ে নদীর অংশ ঘিরে ফেলা হবে। পরবর্তীতে সেখানে গাছ লাগানো ও পৌরবাসীর জন্য বিনোদনের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

অভিযান সবে শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী সপ্তাহে ভৈরব চত্বরের বিপরীত পাশের নদীর জায়গাগুলো সার্ভেয়ারের মাধ্যমে মেপে দখলমুক্ত করা হবে। একইসঙ্গে তিনি সকলকে স্বেচ্ছায় নদীর জায়গা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।