মতবিনিময় সভায় নার্গিস বেগম
নারীরা সংসার সামলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্ত রেখেছিলেন
- আপডেট সময় : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
নারীরা নিজের সংসার সামলে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
আজ (বৃহস্পতিবার) বিকেলে যশোর নগর মহিলা দলের নবগঠিত আঞ্চলিক কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।
যশোর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নার্গিস বেগম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বুঝেছিলেন দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তিনি দেশকে স্বয়ংসম্পূর্ণ করার প্রয়োজনীয়তা অনুভব করে দেশের উন্নয়নে নারীদের সম্পৃক্ত করেছিলেন। দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও সেই নারী সমাজের অসামান্য অবদান রয়েছে। তারা নিজের ঘর সংসার সামলে সেই আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছিল।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এই নেত্রী বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে প্রাথমিক জয় হয়েছে। একটি ধাপ অতিক্রমের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে সেটিকে স্থায়ী করতে আমরা নতুন করে লড়াই করছি, যাতে করে দেশের সকল মত পথের মানুষ যার যার অবস্থান থেকে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। সেটি করতে পারলে গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত হবে।
নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ।










