ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আটক ৩

শার্শার ভ্যানচালক হত্যারহস্য উন্মোচন

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে

ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজন আটক -কপোতাক্ষ

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।

গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তার বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকা থেকে তার ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাংক থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্বশত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে, পরে অন্যরা লাশ গুম করে।

এ ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা পোশাক, ট্রাংক ও ভ্যান উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

আটক ৩

শার্শার ভ্যানচালক হত্যারহস্য উন্মোচন

আপডেট সময় : ০৪:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

যশোরের শার্শা উপজেলায় নিখোঁজ ভ্যানচালক আব্দুল্লাহ (২৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে শার্শা থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ টিম।

গত ১০ অক্টোবর রাতে নাভারণ এলাকা থেকে আব্দুল্লাহ নিখোঁজ হন। পরদিন তার বাবা ইউনুস আলী শার্শা থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকা থেকে তার ভ্যান উদ্ধার করে এবং তিন সন্দেহভাজন মুকুল হোসেন, আশানুর জামান আশা ও সাগরকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা জানতে পারে।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশানুরের নির্মাণাধীন বাড়ির ট্রাংক থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদক সেবনের সময় পূর্বশত্রুতার জেরে মুকুল ছুরি দিয়ে আব্দুল্লাহকে হত্যা করে, পরে অন্যরা লাশ গুম করে।

এ ঘটনায় শার্শা থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার আশানুর জামানের বিরুদ্ধে আটটি ও সাগরের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।

আশানুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, রক্তমাখা পোশাক, ট্রাংক ও ভ্যান উদ্ধার করেছে।