ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (বুধবার) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা এলাকায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার তাহেরপুর (বর্তমান ঠিকানা চন্দ্রপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হেলমেটবিহীন মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে আসা কোটচাঁদপুরগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭১৩) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

চৌগাছা থানার উপপরিদর্শক মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চৌগাছায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

যশোরের চৌগাছায় বাসচাপায় জাহাঙ্গীর হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (বুধবার) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের শিশুতলা এলাকায় চৌগাছা-কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার তাহেরপুর (বর্তমান ঠিকানা চন্দ্রপাড়া) গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হেলমেটবিহীন মোটরসাইকেলযোগে কোটচাঁদপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পিছন দিক থেকে আসা কোটচাঁদপুরগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭১৩) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

চৌগাছা থানার উপপরিদর্শক মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।