জমজমাট ঢাকের লড়াই
- আপডেট সময় : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ৩৮৯ বার পড়া হয়েছে
যশোরে হয়ে গেল জমজমাট ঢাকের লড়াই। শুক্রবার সন্ধ্যায় যশোর শহরের টাউনহল ময়দানে যশোরসহ আশেপাশের জেলার ঢাকিদের নিয়ে অভিনব এই প্রতিযোগিতার আয়োজন করেন সনাতন ধর্ম সংঘ যশোর।
অতিথিদের নিয়ে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এরপর আগমনী সংগীতের সঙ্গে শিশুদের নৃত্য মুগ্ধ হন দর্শকেরা। পরে কাসরের তালেতালে ঢাকিদের বাজনায় শুরু হয় জমজমাট লড়াই। ঢাকের তালে কোমর দোলে দোলে ঢাকিদের জমজমাট লড়াইয়ে বিমোহিত হয় দর্শক অতিথিরা।
প্রতিযোগিতা শেষে প্রতিযোগিদের পুরস্কার তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, একসময় সবধর্মের মানুষের কাছে পরিচিত ছিল ঢাক ও ঢাকি। আবহামানকাল থেকে ঢাকের ঐতিহ্য থাকলেও বর্তমান প্রজন্মের কাছে জৌলুশ হারিয়েছে। নতুন প্রজন্মের কাছে ঢাক ও ঢাকিদের তুলে ধরতে এই আয়োজন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, যারা ধর্মের নামে সমাজে বিভেদ বা ফ্যাসাদ সৃষ্টি করে, তাদের সমাজ কখনও ক্ষমা করে না। সবার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করাই সবচেয়ে বড় ধর্ম। ডিসি বলেন, যার যা ধর্ম আছে, আমরা শান্তিপূর্ণভাবে পালন করতে দিতে চাই। একইভাবে যার যে সংস্কৃতি আছে, আমরা সেটির সঠিক মূল্যায়ন করতে চাই। সামনে শারদীয় দুর্গাপূজা এটা আপনাদের উৎসব, আপনাদের পূজা। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। পূজাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের আমরা কঠোরভাবে সতর্ক করছি। কোথাও কোনো বিশৃঙ্খলার তথ্য বা আশঙ্কা থাকলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা ব্যবস্থা নেব।
যশোর সনাতন ধর্ম সংঘের সভাপতি অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, রাইটস্ যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মলি¬ক, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, কবি ও সাংবাদিক অধ্যাপক মসিউল আযম, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অসীম কুণ্ডু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আলোক কুমার ঘোষ এবং জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অমল অধিকারী বক্তব্য রাখেন।



















